মোঃ মোসারফ হোসেনকে আহ্বায়ক ও মোঃ জহিরুল ইসলামকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী যুবদল দোহার উপজেলা শাখার ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বুধবার (৩ ডিসেম্বর) এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন– সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হান্নান এবং যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাবুব বেপারী, মোঃ সুজন মাহমুদ, হামিদুল ইসলাম সোহাগ, মোঃ সোহেল রানা, মোঃ হেলাল, মোঃ রনি মোল্লা, মোঃ আতিয়ার রহমান বিপুল, আব্দুল সাত্তার, মোল্লা মনির, ইসলাম শেখ।
সদস্যরা হলেন– মোঃ শাহাদাত হোসেন, মোঃ রফিক মোল্লা, মোঃ শাকিল, মোঃ সিরাজ, মোঃ আলমাস উদ্দিন, মোঃ কাদের শিকদার দিপু, খন্দকার বেলায়েত হোসেন, তাজেল ইসলাম শাওন, আব্দুস সালাম দেওয়ান, মোঃ তাজেল ইসলাম, কাজী কাশেম, মোঃ আব্দুল আউয়াল, মোঃ সায়মন রুবেল, মোঃ উজ্জল খান, মাসুদ দেওয়ান, লাভলু দেওয়ান ইমু, মোঃ রমজান বেপারী, মোঃ মাসুদ লাল, মোঃ স্বপন বেপারী, মোঃ শুভ, মোঃ রাজা মোল্লা, মোঃ বায়জিদ।
নতুন এ কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা।
এছাড়া দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন মৃদুল মিঞা বলেন, দোহার উপজেলা যুবদলের নব-গঠিত আহ্বায়ক কমিটি অনেক ভালো হয়েছে। তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করবে। দেশ ও জাতির কল্যাণে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।